ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ উপদেষ্টার কাছে মাত্র ১৫ মিনিট সময় পেলেন না বিজ্ঞানী আবেদ চৌধুরী!

সংগৃহীত ছবি

ঢাকা: দেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মাত্র ১৫ মিনিটের সাক্ষাতের সময় চাইলে তা পাননি বলে আক্ষেপ করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশের শাসনব্যবস্থায় গবেষকদের মূল্যায়ন করা হয় না, তাঁদের কথা শোনার আগ্রহও কারও নেই। আমি যদি বিদেশে একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকেও কিছু বলি, পরদিন আমাকে ডেকে তা শোনার ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশে বর্তমান উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে ১৫ মিনিট সময় চেয়েও তা সম্ভব হয়নি।”

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে আয়োজিত ‘ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একাডেমিক টকে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিজ্ঞানী আবেদ চৌধুরী আরও বলেন, পঞ্চব্রীহি ধান উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধক্ষম ও জলবায়ু-সহনশীল। এটি বাংলাদেশের কৃষিখাতে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তিনি সরকারি নীতিনির্ধারক থেকে শুরু করে মাঠপর্যায়ে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “ছোটবেলায় মাঠে দেখতাম, কাটার পর ধানগাছের কাণ্ড থেকে আবার সবুজ ডালপালা বের হতো। কিন্তু আবেদ স্যার বললেন, সেই ডালপালা থেকেও পাঁচবার ধান উৎপাদন সম্ভব! এটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের খাদ্যনিরাপত্তা আরও সুসংহত হবে।”

জনপ্রিয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সাইদুল ইসলাম

পরিবেশ উপদেষ্টার কাছে মাত্র ১৫ মিনিট সময় পেলেন না বিজ্ঞানী আবেদ চৌধুরী!

আপডেট: ০১:১০:০২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা: দেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে মাত্র ১৫ মিনিটের সাক্ষাতের সময় চাইলে তা পাননি বলে আক্ষেপ করেছেন।

তিনি বলেন, “বাংলাদেশের শাসনব্যবস্থায় গবেষকদের মূল্যায়ন করা হয় না, তাঁদের কথা শোনার আগ্রহও কারও নেই। আমি যদি বিদেশে একজন মন্ত্রীর ব্যক্তিগত সহকারীকেও কিছু বলি, পরদিন আমাকে ডেকে তা শোনার ব্যবস্থা করা হয়। কিন্তু বাংলাদেশে বর্তমান উপদেষ্টা রিজওয়ানার সঙ্গে ১৫ মিনিট সময় চেয়েও তা সম্ভব হয়নি।”

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে আয়োজিত ‘ফুড সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একাডেমিক টকে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে বিজ্ঞানী আবেদ চৌধুরী আরও বলেন, পঞ্চব্রীহি ধান উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধক্ষম ও জলবায়ু-সহনশীল। এটি বাংলাদেশের কৃষিখাতে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তিনি সরকারি নীতিনির্ধারক থেকে শুরু করে মাঠপর্যায়ে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “ছোটবেলায় মাঠে দেখতাম, কাটার পর ধানগাছের কাণ্ড থেকে আবার সবুজ ডালপালা বের হতো। কিন্তু আবেদ স্যার বললেন, সেই ডালপালা থেকেও পাঁচবার ধান উৎপাদন সম্ভব! এটি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের খাদ্যনিরাপত্তা আরও সুসংহত হবে।”