ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ও সৌদি আরবের হজ চুক্তি সই

সংগৃহীত ছবি

ঢাকা: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) সকালে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের হজ ব্যবস্থাপনার উন্নতি নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশি হজ এজেন্সির ন্যূনতম কোটা এক হাজার থেকে কমানোর অনুরোধ করেন। তবে সৌদি মন্ত্রী এজেন্সি প্রতি ন্যূনতম কোটা এক হাজারই বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্ম উপদেষ্টা ন্যূনতম কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ করার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ভিত্তিতে ২০২৫ সালের জন্য কোটা কমিয়ে এক হাজার করা হয়। তবে ২০২৬ সাল থেকে তা পুনরায় দুই হাজার করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ:
জনপ্রিয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন সাইদুল ইসলাম

বাংলাদেশ ও সৌদি আরবের হজ চুক্তি সই

আপডেট: ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ঢাকা: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) সকালে এই দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।

ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের হজ ব্যবস্থাপনার উন্নতি নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশি হজ এজেন্সির ন্যূনতম কোটা এক হাজার থেকে কমানোর অনুরোধ করেন। তবে সৌদি মন্ত্রী এজেন্সি প্রতি ন্যূনতম কোটা এক হাজারই বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্ম উপদেষ্টা ন্যূনতম কোটা দুই হাজার থেকে কমিয়ে ২৫০ করার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের ভিত্তিতে ২০২৫ সালের জন্য কোটা কমিয়ে এক হাজার করা হয়। তবে ২০২৬ সাল থেকে তা পুনরায় দুই হাজার করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলামসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।