ঢাকা: রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তা দ্রুতই নিরসন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিদেশে থাকা বাংলাদেশিদের রাজনৈতিক বিভক্তি ও কর্মকাণ্ড দেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই, যতটা বাংলাদেশি রাজনৈতিক শাখা রয়েছে বিদেশে। এসব বিভাজন এবং বিভিন্ন কর্মকাণ্ড, যেমন মিছিল, স্লোগান, এমনকি ডিম নিক্ষেপের মতো ঘটনাগুলো দেশের ব্র্যান্ডিংয়ে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, “রাজনৈতিক অস্থিরতা দূর হলে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আরও আগ্রহী হবে।”
গত চার মাসে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার বিষয়টি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “তারা এমন কিছু তথ্য প্রচার করছে, যা দেখে মনে হতে পারে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এসব অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগের কিছু সত্যতা রয়েছে, তবে সব নয়। এ ছাড়া বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বাস দেন।