ঢাকা: দেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্তের খবর জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ওই নারী বর্তমানে চিকিৎসাধীন।
রোববার (১২ জানুয়ারি) আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশে এইচএমপিভি শনাক্তের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়েছিল।
২০০১ সালে নেদারল্যান্ডসে প্রথম এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এটি সাধারণত মানুষের মধ্যে সরাসরি সংস্পর্শ কিংবা সংক্রমিত জায়গা স্পর্শ করার মাধ্যমে ছড়ায়। এই ভাইরাস মূলত শ্বাসতন্ত্রের ওপরের অংশে সংক্রমণ ঘটায়, যার উপসর্গ সর্দিকাশি ও জ্বরের মতো ইনফ্লুয়েঞ্জার সঙ্গে মিল রাখে।
সম্প্রতি চীন ও জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে নতুন করে বিশ্বজুড়ে আলোচনার সূত্রপাত হয়। কয়েকদিন আগেই ভারতের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাস শনাক্ত হওয়ায় বাংলাদেশও সতর্ক নজরদারি চালাচ্ছিল। এর মধ্যেই দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ার কথা জানাল আইইডিসিআর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।