অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে উদ্যোক্তা ও যুব সংগঠক সাইদুল ইসলামের মোটিভেশনাল বই ‘যুব ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন’। সফেদ পান্থের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে বইনামা প্রকাশন।
বই প্রসঙ্গে লেখক সাইদুল ইসলাম বলেন, গ্রন্থটিতে নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, নীতি বাস্তবায়ন ও উন্নয়ন সর্বোপরি সকল ক্ষেত্রে যুবকদের সম্পৃক্ততা এবং অংশগ্রহণ নিশ্চিত করা তথা যুব ক্ষমতায়নের অপরিহার্যতা ও করণীয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। এছাড়াও বইটিতে যুবকদের উদ্দেশ্যে নিজেদের ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা ও কৌশল সম্পর্কে তুলে ধরা হয়েছে।
প্রকাশক রাশেদুল হাসান বলেন, যুব ক্ষমতায়ন নিয়ে লেখক জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় লেখালেখি করে আসছেন। বইটি ওসব লেখারই নির্যাস। আশা করছি বইটি পাঠক নন্দিত হবে।
সাইদুল ইসলাম রিসটেক প্রাইভেট লিমিটেড ও রিয়েল ইন্টেরিয়র এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণারত।
এছাড়াও গত ৭ বছর যাবত নিজে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্টার্টআপ, উদ্যোক্তা ইকোসিস্টেম, যুব ক্ষমতায়ন ও এসডিজি নিয়ে কাজ করছেন। তারই অংশ হিসেবে ২০১৯ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রে স্টার্টআপ পাঠচক্র পরিচালনা করে আসছেন।
পেশাগত ও একাডেমিক জায়গার বাইরে তিনি সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি এবং ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ওয়াইপিএসডি এর মাধ্যমে যুব ক্ষমতায়ন, গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট ও পরিবেশ নিয়েও কাজ করেন। তিনি আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলন-২০২৪ এ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নেন।