বাংলাদেশের অন্যতম সরকারী বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট (রিজেন্ট বোর্ড) সদস্য হলেন সাইদুল ইসলাম।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সিন্ডিকেট সদস্য/ রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে সাইদুল ইসলামকে আগামী তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।
রাবিপ্রবি আইন, ২০০১–এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক শিল্প ও ব্যবসা–বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে সাইদুল ইসলামকে এ মনোনয়ন দেয়া হয়।
সাইদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রশাসন বিভাগ থেকে অনার্স ও জাহাঙ্গীরননগর বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে পিএইচডি গবেষনারত।
এছাড়াও গত ৭ বছর যাবত নিজে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন। এ বিষয়ে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে কলাম লিখছেন।
পেশাগত ও একাডেমিক জায়গার বাইরে তিনি সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি এবং ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট- ওয়াইপিএসডি এর প্রধান নির্বাহী হিসেবে গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট, যুব ক্ষমতায়ন, এসডিজি ও পরিবেশ নিয়েও কাজ করছেন। তারই অংশ হিসেবে সর্বশেষ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলন-২০২৪ এ প্রধান উপদেষ্টার সাথে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যবস্থাপনার সর্বোচ্চ নীতি নির্ধারনী পরিষদ হলো সিন্ডিকেট বা রিজেন্ট বোর্ড। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী সংস্থা হিসাবে সিন্ডিকেট বা রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াকলাপ, আর্থিক বিষয়াদি, সাধারণ ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে।