ঢাকা: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট উপহার নেওয়া এবং তা গোপন করার অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, শেখ হাসিনার শাসনামলে টিউলিপ ও তার পরিবার যে সম্পত্তি ভোগ করেছেন, তা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। একইসঙ্গে তিনি লন্ডনে টিউলিপ ব্যবহৃত সম্পত্তিগুলোর তদন্তের দাবি জানান।
ড. ইউনূসের বক্তব্য অনুযায়ী, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়ে টিউলিপ নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, যা অত্যন্ত হাস্যকর। তিনি বলেন, “যদি প্রমাণিত হয় যে টিউলিপ দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জন করেছেন, তবে তা ফেরত দেওয়া উচিত।”
সানডে টাইমস জানিয়েছে, টিউলিপ লন্ডনে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বাস করছেন, যা দুই বাংলাদেশি ব্যবসায়ী একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ টিউলিপ বরাবরই আর্থিক অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছেন।
এছাড়া শেখ হাসিনার শাসনামলে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি চুক্তির মধ্যস্থতায় টিউলিপ আর্থিকভাবে উপকৃত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানান। তিনি বলেন, “দুর্নীতি দমন মন্ত্রী হয়ে টিউলিপ নিজেই দুর্নীতির অভিযোগের মুখে। এটি গ্রহণযোগ্য নয়।”
অন্যদিকে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।